Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সময়মত হোল্ডিং ট্যাক্স পরিশোধ ও ট্রেড লাইসেন্স নবায়ন করুন - চেয়ারম্যান        "জন্ম ও মৃত্যু নিবন্ধন, সুরক্ষিত প্রজন্মের জন্য প্রথম পদক্ষেপ"- সুরাইয়া পারভীন, সচিব। 


প্রখ্যাত ব্যাক্তিত্ব

সালাহ উদ্দিন ইউসুফ

সালাহ উদ্দিন ইউসুফ (১৫ ফেব্রুয়ারি ১৯৩১–৬ অক্টোবর ২০০০) বাংলাদেশের খুলনা জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী যিনি তৎকালীন খুলনা-১৪, খুলনা-৯ ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে তার দক্ষতার পুরস্কার হিসেবে বাংলাদেশ সরকার সম্মানজনক 'লেফটেন্যান্ট জেনারেল' পদ বা উপাধি দিয়েছিল। 

প্রাথমিক জীবন


সালাহ উদ্দিন ইউসুফ ১৫ ফেব্রুয়ারি ১৯৩১ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ধোপাখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সাহামত উল্লাহ ও মা করিমুন্নেসার দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি ১৯৩৭ সালে খুলনা ভিক্টোরিয়া ইনফ্যান্ট স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে খুলনা জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তিনি আইএ পাশ করে ১৯৫৩ সালে বিএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে তিনি এলএলবি পাশ করে আইন পেশা শুরু করেন। ২৫ ডিসেম্বর ১৯৫৬ সালে বেগম হাসিনাকে বিয়ে করেন। তার চার মেয়ে ও এক ছেলে।

তথ্য আপডেটকারী কর্মকর্তাঃ সুরাইয়া পারভীন, প্রশাসনিক কর্মকর্তা। জামিরা ইউনিয়ন পরিষদ সম্পর্কে আপনার মতামত ও পরামর্শ পাঠান এই ইমেইলেঃ suraya.ups@gmail.com